আমরা গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই : ব্যারিস্টার অসীম

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই। এজন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা-১০ আসনের সমস্যা নিয়ে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন নাসির উদ্দিন আহমেদ অসীম। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠন এবং ঢাকা-১০ আসনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার অসীম বলেন, একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন সেটা যেন বজায় রাখতে পারে; ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে; সেজন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন।
এর আগে ঢাকা-১০ সংসদীয় আসনের জনগুরুত্বপূর্ণ সাত সমস্যা সমাধানের লক্ষ্যে ডিএসসিসি স্মারকলিপি দিয়েছেন বিএনপির এই নেতা। ডিএসসিসির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
স্মারকলিপিতে জানানো সাতটি বিষয়ের মধ্যে রয়েছে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া; ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এডিস মশা নিধন ও লার্ভা ধ্বংসের উদ্যোগ গ্রহণ; যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধ ও পরিবেশ দূষণ রোধে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন; ফুটপাতে অবৈধ দোকানপাট স্থাপন বন্ধ করা; পয়োনিষ্কাশনের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ; সড়কগুলোতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া এবং ধানমণ্ডি লেকের পানি দূষণ রোধ ও লেকের সৌন্দর্য বর্ধনে ভূমিকা পালন করা।
স্মারকলিপি প্রদান শেষে এই দাবির আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার অসীম। এ সময় দলীয় নেতাকর্মীদের আগামীতেও জনগণের সঙ্গে থাকার আহ্বান জানান।