পঙ্গু ব্যক্তির সহায়তায় অটোরিকশা দিলেন বিএনপিনেতা

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের কারলি গ্রামের বাসিন্দা পঙ্গু মোহাম্মদ আবুল বাশারকে অটোরিকশা কিনে দিলেন বিএনপিনেতা আবদুল্লাহ আল মামুন খান রনি। আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি অটোরিকশার কাগজ ও চাবি হস্তান্তর করেন।
মোহাম্মদ আবুল বাশার মনিহারি দোকানদারি করে জীবিকা নির্বাহ করতেন, হঠাৎ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে যান। এরপর থেকে তার জীবনে নেমে আসে অন্ধকার। মা-বাবা ও মাতৃহারা একমাত্র সন্তানসহ চারজনের সংসারের দৈনন্দিন খরচ ও চিকিৎসা খরচ মেটানো তাঁর জন্য কঠিন হয়ে দাঁড়ায়।
এরপর একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে তা ভাড়ায় দিয়ে যা পান তা দিয়েই কোনো মতে চলে তার সংসার ও ওষুধের খরচ। এরপর হঠাৎ এক দিন তার সেই উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটিও চুরি হয়ে যায়। পড়েন মহাবিপাকে—তার সংসারে নেমে আসে অভাব অনটন।
মোহাম্মদ আবুল বাশারের এই দুর্বিষহ জীবনের খবর পান নেত্রকোনার বিএনপিনেতা আবদুল্লাহ আল মামুন খান রনি। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এগিয়ে আসেন তার পাশে। রনি খান আবুল বাশারের জন্য একটি অটোরিকশা কিনে আজ তার মা ও সন্তানের কাছে এর কাগজ ও চাবি হস্তান্তর করেন।
অটোরিকশা উপহার পেয়ে আবুল বাশার জানান, বিএনপিনেতা রনির কাছ থেকে অটোরিকশা পাওয়ায় তার চলার একটি পথ তৈরি হলো।
এ বিষয়ে রনি খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এলাকার দুস্থ অসহায় মানুষের সহযোগিতার অংশ হিসেবে পঙ্গু আবুল বাশারকে পরিবার-পরিজন নিয়ে চলার জন্য এই অটোরিকশাটি কিনে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, পঙ্গু আবুল বাশারের চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। সেটি উদ্ধার হলে তার কাছে পৌঁছে দেওয়া হবে।