স্ত্রীকে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

রাজধানীর কামরাঙ্গীচরে রুমা বেগম নামের এক নারীকে হত্যার অভিযোগে স্বামী মো. জাহাঙ্গীর আলম ওরফে আল ইসলাম কাইয়ুমের অমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৫ অক্টোবর) ঢাকার ১০ নং বিশেষ জজ মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।
এছাড়া এ মামলায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া জাহাঙ্গীর আলমের মা সুফিয়া বেগম এবং তার বোন মনোয়ারা বেগমকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত জাহাঙ্গীর আলম ওরফে আল ইসলাম কাইয়ুমকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।
নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ১২ জুন রাজধানীর কামরাঙ্গীচর থানাধীন চাঁদ মসজিদ সংলগ্ন স্বপনের বাড়ীতে এই হত্যাকণ্ডের ঘটনা ঘটে। নিহতের মা সুফিয়া খাতুন এজাহারে বলেন, বিবাহের পর থেকে মেয়ে জামাই জাহাঙ্গীর আলমসহ তার নিকট আত্মীয়রা মেয়েকে কারণে-অকারণে নির্যাতন করত। স্থানীয়ভাবে সালিশ বৈঠকে মেয়ে ও জামাইকে বুঝানোর পরে মেয়ে সংসার করতে থাকে। পরবর্তীতে ২০১৪ সালের ১১ জুন রাতে মেয়ের সঙ্গে তার শাশুড়ীর খাওয়া দাওয়াকে কেন্দ্র করে বাক বিতণ্ডা হয়। পরে মেয়ের স্বামী বাসায় এলে ওই ঘটনার জের হিসেবে মেয়ের সঙ্গে রাগারাগি করে এবং চড় থাপ্পড় দেয়। মেয়ে পরদিন সকাল বেলা রাগে ক্ষোভে বিছানায় শুয়ে থাকলে জাহাঙ্গীর আলম তার সঙ্গে রাগারাগি করে। মেয়ে তাদের কথা না শুনলে পুনরায় হত্যার উদ্দেশ্যে তারা মেয়েকে এলোপাথারী মারধর করে। ফলে মেয়ের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এতেও তারা ক্ষান্ত না হয়ে বসতঘরে বিছানায় হাত-পা ধরে গলা চেপে শ্বাসরোধে মেরে ফেলে।
এ মামলার পরে ২০১৪ সালের ১৬ নভেম্বর কামরাঙ্গীচার থানবার উপপরিদর্শক (এসআই) চিত্ত রঞ্জন রায় তিন জনের ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।