নেত্রকোনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে, নেত্রকোনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে মাসব্যপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের (অনূর্ধ্ব-১৪) ৩০ বালক-বালিকার অংশগ্রহণে এই সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সভাপতিত্বে পৌর শহরের মোক্তারপাড়া মাঠ সংলগ্ন পুকুরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংস্থার সদস্য, সাঁতার প্রশিক্ষকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও সহকারী শিক্ষকরা।