মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় নৌবাহিনীর অভিযান
মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় চলছে ইলিশের অভয়াশ্রম। আর অভয়াশ্রম বাস্তবায়নে গত ৪ অক্টোবর থেকে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌ-বাহিনী।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আমিনুল সাজ্জাদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এদিন চাঁদপুর সদর, হাইমচর, মাঝেরচর, হরিনা ফেরীঘাট, চর ভৈরবী এবং তিন নদীর মোহনা, আনন্দ বাজার, সফরমালী, লালপুর ও বিষ্ণুপুর এলাকার নদী তীরবর্তী স্থানগুলোতে অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া নিষেধাজ্ঞার শুরু থেকে প্রায় ১০ লাখ মিটার জাল জব্দ করে নৌবাহিনী। পরে জেলা টাস্কফোর্সের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আমিনুল সাজ্জাদ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি বছরের মতো এ বছরও ইলিশ প্রজনন মৌসুমে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। সরকারের ঘোষিত এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
আমিনুল সাজ্জাদ আরও বলেন, দেশের সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যান্তরীণ নদ-নদীসহ জাতীয় সম্পদ ইলিশের প্রজনন সম্ভাব্য স্থানগুলোতে নৌবাহিনী নিবিড়ভাবে নিরাপত্তা দিচ্ছে। শুধু নৌবাহিনীর জাহাজই নয়, বরং বিভিন্ন বোটের মাধ্যমে ধারাবাহিক অভিযান পরিচালনা করে প্রজননের সময়ে ইলিশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নৌবাহিনীর সদস্যরা। ফলে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে অবৈধভাবে মাছ স্বীকার বহুলাংশে কমে এসেছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর