কুড়িগ্রাম সীমান্তে ১১ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে দুজন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) একটি টহলদল ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বিওপি এলাকার আমতলী এলাকায় তাদেরকে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে।
আটকরা হলেন- ইসমাইল আজাদ (৪৮), তার তার স্ত্রী আছিয়া বেগম (৩৮), তাদের সন্তান চার সন্তান- আনস (১৫) রীমা (৯), আনিস (৭) ও সাফা (৬), নূর আলম (২৪), তার স্ত্রী নূর কালিমা (২১) ও সন্তান নূর জাহিদা (৩), নূর (১৫) ও আব্দুল্লাহ (১৮)।
আটকরা জানায়, তারা বেশ কয়েক বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে আসে। সেখান থেকে ভারতে পারি জমায়। দালালের মাধ্যমে বৃহস্পতিবার দিনগত রাতে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করে। পরে বিজিবির টহলদলের তাদেরকে আটক করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি অনুপ্রবেশকারীদের আটক করে থানায় এনেছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।