রৌমারীতে গরু-মহিষ-ইয়াবাসহ আটক ১

ভারতীয় গরু, মহিষ ও ইয়াবা উদ্ধারসহ একজনকে আটক করেছে বিজিবি। ছবি : এনটিভি অনলাইন
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পরিচালিত অভিযানে ভারতীয় গরু, মহিষ ও ইয়াবা উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার রাতে ডিগ্রিরচর এলাকায় সাহেবের আলগা বিওপির টহল দল ভারতীয় গরু দুটি ও মহিষ দুটি আটক করে।
অপরদিকে, বৃহস্পতিবার সকালে কামালপুর বিওপির টহল দল রামরামপুর এলাকা থেকে ৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ মো. পাগলা হযরতকে আটক করে। আটক পাগলা হযরত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ব্যাটালিয়নের (৩৫-বিজিবি) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) ইমাম হোসেন।