জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপির যে নেতারা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার অনুষ্ঠিত হয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ছবি : বিটিভির সৌজন্যে
জাতীয় ঐক্যমত্য কমিশনের আয়োজনে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা যোগ দিয়েছেন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন তারা।
বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ডা. জাহিদ হোসেন, লুৎফুজ্জামান বাবর ও জয়নুল আবদীন ফারুক।
এ ছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপিনেতা ডা. আসাদুজ্জামান রিপন, ইসমাইল জবিউল্লাহ, কবি আবদুল হাই শিকদার, এনামুল হক চৌধুরী, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ডা. মাহদী আমিন ও ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন,ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।