জুলাই যোদ্ধাদের আজ রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার : জামায়াত আমির
জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়ার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিন। তাদের প্রতি মর্যাদা দেখান। কিন্তু না আমাদের ইন্টেরিম সরকার (অন্তর্বর্তী সরকার) তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আজকে তাদের দাবির জন্য, যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে, সেই দিনটিতে পর্যন্ত তাদের রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এটি জাতির জন্য লজ্জাস্কর।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে এক সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পর জনগণের মধ্যে যে আশাবাদের সৃষ্টি হয়েছিল, তা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। দুর্নীতি ও অনিয়ম রয়ে গেছে। সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিমসহ অন্যান্যরা।