শিবিরকে কেন ‘গুপ্ত সংগঠন’ বলা হয়, যা বললেন সভাপতি
শিবিরকে কেন ‘গুপ্ত সংগঠন’ বলা হয় এমন প্রশ্নের জবাব দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, যারা গুপ্ত বলে যদি গত এক বছরে তাদের কার্যক্রমের লিস্ট (তালিকা) এবং যাদেরকে গুপ্ত বলা হয় তাদের কার্যক্রমের লিস্ট দুইটা স্লাইডে দেখান, তাহলেই উত্তরটা পেয়ে যাবেন।

কোনো কর্মসূচি খুঁজে না পেয়ে গুপ্ত সংগঠন বলা হয় বলেও দাবি করেন জাহিদুল ইসলাম। বিস্তারিত দেখুন ভিডিওতে।