জুলাই যোদ্ধাদের সামনের সারিতে থাকার কথা ছিল : সারজিস আলম
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সামনের সারিতে থাকার কথা ছিল।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস এ কথা বলেন।
এনসিপির এই নেতা বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষরিত করার যে অনুষ্ঠান, সেখানে প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের থাকার কথা ছিল। কিন্তু দেখা গেল সেটি রাজনৈতিক দলের চুক্তির মতো মিলনমেলায় পরিণত হয়েছে। সেখানে যোদ্ধা কিংবা শহীদ পরিবারের জন্য কোনো মর্যাদার আসন রাখা হয়নি।’
সারজিস আলম সংঘর্ষের ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, এমন পরিস্থিতিতে ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়া স্বাভাবিক। কিন্তু তারা যেভাবে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে—এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক। জুলাই যোদ্ধাদের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না। এর জবাব কীভাবে অন্তর্বর্তী সরকার দেবে? এর দায় কীভাবে তারা নেবে? এই প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে নেওয়া উচিত।’
উপদেষ্টাদের উদ্দেশে সারজিস আলম বলেন, অনেকেই তাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করছেন। তবে সার্বিকভাবে যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু হচ্ছে না। তার অভিযোগ, সবার ইচ্ছা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিষ্পত্তি না করে তাড়াহুড়ো করে দায়সারাভাব নিয়ে স্বাক্ষর করা হয়েছে। তিনি বলেন, আমাদের মনে হয় যে, অন্তর্বর্তী সরকার আসলেই জনগণের যে আকাঙ্ক্ষা, সেটার সেফটি না দিয়ে নিজেদের সেফটির কথা বারবার ভাবছে; কীভাবে দায়সারাভাবে এটাকে পার করা যায়, নির্বাচনের দিনটাতে যাওয়া যায়—তারা সেটা নিয়ে চিন্তিত।