‘পরিবর্তনের অঙ্গীকার’ নিয়ে উত্তরায় বিএনপির ব্যতিক্রমী মিছিল
রাজধানীর উত্তরায় একটি ব্যতিক্রমী মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত এই মিছিলে কোনো প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান দেওয়া হয়নি এবং কোনো প্রার্থীর ছবিও ব্যবহার করা হয়নি।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি তুরাগ থানার কামার পাড়া হয়ে মেট্রো স্টেশন ঘুরে ১২ নম্বর সেক্টরের খালপাড়ে এসে শেষ হয়। প্রায় ১০ কিলোমিটার ব্যাপী এই দীর্ঘ মিছিলে ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
‘নিজেকে পরিবর্তন করুন, বাংলাদেশকে পরিবর্তন করতে’ ব্যানারে অনুষ্ঠিত এই মিছিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা ব্যবহার করা হয়। এটি ছিল মূলত একটি নীরব পদযাত্রা, যেখানে পরিবর্তনের অঙ্গীকারকে প্রধান্য দেওয়া হয়েছে।