শাহজালালে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, বিমান ও নৌবাহিনী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলিজের আগুন নিয়ন্ত্রণে সিভিল অ্যাভিয়েশন ও ফায়ার সার্ভিসের যোগ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং সেনা, বিমান ও নৌবাহিনী। এছাড়া বিজিবির দুই প্লাটুন সদস্য যোগ দিয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
আজ দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলিজের একটি অংশে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট যোগ দিয়েছে। ফায়ার সার্ভিসের আরও ১২টি ইউনিট শাহজালালের উদ্দেশে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দরে কার্গো ভিলেজে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।