যত দ্রুত সম্ভব এয়ারপোর্ট চালু করব : শেখ বশির উদ্দিন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব আমরা এয়ারপোর্ট চালু করব। আমরা চেষ্টা করছি, রাতের মধ্যে ফ্লাইট চালু করতে।’
আজ শনিবার (১৮ অক্টোবর) রাত আটটার দিকে বিমানবন্দরে লাগা আগুনের সর্বশেষ পরিস্থিতি সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘ফায়ার ব্রিগেডের নেতৃত্বে ৩৭টি ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আল্লাহর রহমতে আগুন এখন আমাদের নিয়ন্ত্রণে। এখনও যথেষ্ট আগুন রয়েছে। তবে আগুনটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমরা এখন এটিকে ম্যানেজ করছি। আশা করি আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতায় দ্রুত পুরো নিয়ন্ত্রণে আনতে পারব।’
এটি নাশকতা কিনা, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘এত দ্রুত এই প্রশ্ন কি সঠিক? এটি একটি জাতীয় প্রতিষ্ঠান। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, আপনি কি চান—আমি এখনই একটি স্টেটমেন্ট দিয়ে দেই। এটি কি সঠিক প্রশ্ন?’
উপদেষ্টা আরও বলেন, ‘এ ঘটনায় সর্বোচ্চ পর্যায়ে কমিটি গঠন করব। এরপর আমরা এটি বিশ্লেষণ করব।’
আমদানিকারকদের ক্ষয়ক্ষতির অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে বিমান উপদেষ্টা বলেন, ‘আমরা বিমানের যিনি কার্গো ডিরেক্টর। উনাকে আমরা মেনিফেস্টোর রেফারেন্সে পরিমাণগত ও মূল্যগত এবং সাত- আটটি মোটা দাগের স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি। আমাদের লক্ষ্য হচ্ছে, বিমানবন্দরের অপারেশন কত দ্রুত চালু করতে পারি। এ লক্ষ্যে আমরা আলোচনায় বসব। আমরা ক্ষতি নিরূপণে এবং যেহেতু এটা চলমান কার্যক্রম, সেহেতু এটা কীভাবে আমরা অব্যাহত রাখব, সেজন্য আমরা পদ্ধতিগত সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করব।’
শেখ বশির উদ্দিন আরও বলেন, ‘আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের এই কাজকে সহজ করে দেন। আমরা যত দ্রুত সম্ভব আমরা এয়ারপোর্ট চালু করব। আমরা চেষ্টা করছি, রাতের মধ্যে ফ্লাইট চালু করা। আমাদের শুধু আমদানির কার্গোতে এই জটিলতা ঘটেছে। আমাদের রপ্তানি কার্গো আল্লাহর রহমতে সম্পূর্ণ নিরাপদ রয়েছে।’