পূর্বধলায় ৫০০ টাকা চাঁদা না পেয়ে হামলা, আহত ৩

নেত্রকোনার পূর্বধলায় ৫০০ টাকা চাঁদা না দেওয়ায় দুই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কয়েক যুবক। এ সময় বাঁধা দেওয়ায় এক কলেজছাত্রীসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে তারা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নরনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের নরনারায়ণপুর গ্রামের নূর ইসলাম (৫৫), তাঁর কলেজপড়ুয়া মেয়ে মীম আক্তার (১৮) ও মো. রাকিব মিয়া (২৮)। হামলাকারী একই গ্রামের প্রতিবেশী এনামুল হক (২৮)। আহতদের নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার পূর্বধলার নরনারায়ণপুর গ্রামের এনামুল হক একজন নেশাগ্রস্ত যুবক। সে স্থানীয় কয়েক যুবককে নিয়ে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কাজ করে থাকে। নেশার টাকার জন্য গ্রামের মানুষের ওপর চাপ সৃষ্টি করে। গত বুধবার প্রতিবেশী নূর ইসলামের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার বিকেলে নূর ইসলামের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এনামুল হক, একই গ্রামের ইমন, আশিক, হৃদয়, সুমনকে নিয়ে নূর ইসলামের বাড়িতে হামলা চালায় এবং বসতঘর ভাঙচুর করে। তাদের বাধা দেওয়ায় নূর ইসলাম ও তার কলেজপড়ুয়া মেয়ে মীম আক্তারকে মারধর করে। তাদেরকে বাঁচাতে প্রতিবেশী রাকিব মিয়া এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে। এলাকাবাসী আহত তিনজনকে ওইদিনই নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। হামলাকারী যুবকরা হাসপাতালে গিয়ে মামলা না করার জন্য এবং বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। এতে করে নূর ইসলাম তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিন্টু দে জানান, এ ব্যাপারে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।