ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : মুনির হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বলছেন, ‘ভোট জনগণের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ফ্যাসিস্ট আমলে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। শেখ হাসিনার পতনের পর জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। জনগণ বিনা বাধায় নিবিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু কেউ কেউ ভোট বানচালের ষড়যন্ত্র করছেন। তবে ষড়যন্ত্রে কাজ হবে না। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ।’
বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের আ স ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এক পথসভায় মুহম্মদ মুনির হোসেন এসব কথা বলেন।
বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল। বিএনপি মানুষের সিদ্ধান্তে বিশ্বাসী। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ যে রায় দেবে তাই আমরা (বিএনপি) মেনে নিব। কিন্তু কিছু কিছু জনসমর্থনহীন দল নির্বাচনে বিশ্বাসী না। তারা অপরাজনীতিতে বিশ্বাসী। এমন দলকে দেশের মানুষ সমর্থন করে না।’
মুনির হোসেন আরও বলেন, ‘তারেক রহমান যে ৩১ দফার ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ। আগামী দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত, সুখি ও সমৃদ্ধ দেশে হিসেবে গড়ে তোলা হবে। দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা বিএনপির সদস্য আলী আজম প্রমুখ।
এর আগে সকাল থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করে সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন।