‘বিএনপি ক্ষমতায় আসবে, তবে মানুষের মন জয় না করলে বেশি দিন টিকবে না’

‘আল্লাহর রহমতে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে তবে মানুষের মন জয় না করতে পারলে বেশি দিন টিকতে পারবে না’ বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
এই বক্তব্যের একটি ভিডিও আজ রোববার (১৯ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়েই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
গতকাল শনিবার (১৮ অক্টোবর) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে বীরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল এ মন্তব্য করেন।
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমরা মানুষের মন জয় করে চলতে পারছি না; যে কারণে অনেক ভোট কমে গেছে।
মোস্তাফিজুর রহমান বাবুল ছাত্রদলের দুর্বলতা ও সাংগঠনিক ব্যর্থতার দিক তুলে ধরে বলেন, আমরা ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে চাই, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তৈরি করতে পারিনি। ডাকসু, জাকসু, চাকসু কিংবা রাকসু সব জায়গায় আমরা হেরে যাই, কারণ আমাদের যোগ্যতার ঘাটতি আছে। ক্যাম্পাসে আমাদের কোনো ইতিবাচক কাজ নেই, ছাত্রদের সঙ্গে সম্পর্ক নেই।
মোস্তাফিজুর রহমান বাবুল আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ওরা আমাদের পাশে নেই। কারণ মন জয় করতে পারিনি। শুধু সংগঠনের নাম ধরে ভোট পাওয়া যায় না, মানুষের আস্থা অর্জন করতে হয়।
আসন্ন নির্বাচনে বিএনপির সম্ভাবনার কথা উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আল্লাহর রহমতে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে তবে মানুষের মন জয় না করতে পারলে বেশিদিন টিকতে পারবে না। উৎসাহ নেই, মাঠে কর্ম নেই, তাই ভোটও কমে গেছে। ১৪ মাসে ১৪টা নয়, এর চেয়েও অনেক বেশি ভোট হারিয়েছি।