প্রত্যন্ত পল্লী আবাদপুকুরে শুরু হলো অনলাইন চিকিৎসা সেবা

নওগাঁর রানীনগর উপজেলার প্রত্যন্ত পল্লী আবাদপুকুর বাজার এলাকায় গেনকি হেলথ সার্ভিসের সেবা কার্যক্রম শুরু হয়েছে। স্বল্প খরচে অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের আধুনিক চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে রানীনগর উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আইচি হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ও গেনকি হেলথ কেয়ার সার্ভিসের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন।
অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন বলেন, গ্রামের অসহায়, দরিদ্র ও হতদরিদ্র নারী-পুরুষরা গ্রামাঞ্চল থেকে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পান না। এই পিছিয়ে পড়া মানুষদের কীভাবে স্পেশালাইজড চিকিৎসা সার্ভিস সেবা দেওয়া যায়—সে চিন্তা থেকেই প্রত্যন্ত এই পল্লীতে অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
চিকিৎসা সেবা নিতে আসা রমজান মারুফ, রোকনুজ্জামান প্রিন্স, হারুনুর রশীদ টিপু বলেন, নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর বাজার দেশের একটি প্রত্যন্ত পল্লী। এই অঞ্চলে সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাওয়া এখনও অনেকটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে গেনকি হেলথ সার্ভিস যে চিকিৎসা সেবা নিয়ে আসছে, তা অতি উচ্চমানের।
গেনকি হেলথ কেয়ার সার্ভিসের পরিচালক এ এইচ এম এম কামরুল আহসান জানান, আজ থেকে শুধুমাত্র শুক্রবার ছাড়া প্রতিদিন সকালে এবং বিকেলে অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
গেনকি হেলথ কেয়ার সার্ভিসের আবাদপুকুর শাখার ইনচার্জ ডা. আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গেনকি হেলথ কেয়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন) ডা. জাহিদুল ইসলামসহ স্থানীয়রা।