গ্যাস আমদানি করলে বিদ্যুতের দাম অনেক বেড়ে যায় : জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ পাঁচটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ফাওজুল কবির খান বলেন, বিদ্যুতের জন্য বিদেশ থেকে গ্যাস আমদানি করলে দাম অনেক বেড়ে যায়। এ থেকে মুক্তির জন্য নবায়নযোগ্য জ্বালানি সোলার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ প্রকল্প সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন জ্বালানি উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মহিলা ও পরিবার কল্যাণ বিভাগ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।
স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ইনিশিয়েটিভ ‘বি’ বাস্তবায়ন করবে। শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য এই সমঝোতা অনুযায়ী কাজ করবে তারা। ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ইনিশিয়েটিভের লক্ষ্য হলো দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ বৃদ্ধি করা। এটি ওপেক্স মডেলের মাধ্যমে বাস্তবায়িত হবে।
সেখানে প্রতিষ্ঠানগুলোকে সৌর প্রকল্প স্থাপনের খরচ বহন করতে হবে না। তবে সেবা ব্যবহার অনুযায়ী সাবস্ক্রিপশন পেমেন্ট করতে হবে। এই প্রকল্প চালু হলে প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুতের খরচ উল্লেখযোগ্য হারে কমবে।
ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের আওতাধীন ছয়টি বিতরণ সংস্থা থেকে গত ১৫ অক্টোবর থেকে সারা দেশে এই পাঁচ মন্ত্রণালয়ের আওতাধীন ৪৬ হাজার ৮৫৪টি প্রতিষ্ঠানে ১৪৫৪.৬১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য দরপত্র আহ্বান করেছে। আগামী ২০ নভেম্বর টেন্ডার দাখিলের শেষ তারিখ নির্ধারণ করে দিয়েছেন উপদেষ্টা।