কলেজছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের ফাঁসি
ময়মনসিংহের গৌরীপুরে স্বর্ণের দরদাম নিয়ে বিতর্কের জেরে কলেজছাত্র জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলার রায়ে দুই সহোদর ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে জনাকীর্ণ আদালতে জেলা স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন।
এ সময় নিহত মিঠুর বাবা মোখলেছুর রহমান আদালতে উপস্থিত থাকলেও দণ্ডাদেশ পাওয়া আসামি দুজন পলাতক।
ফাঁসির আদেশপ্রাপ্ত দুই ভাই হলেন এলবার্ট ডেভিট বাদলের ছেলে এলবার্ট ডেভিট রকি (২৫) ও এলবার্ট ডেভিট সেন্টু (৪০)। তারা দুই ভাই আওয়ামী লীগকর্মী। নিহত মিঠুর বাবা মোখলেছুর রহমান গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য।
মামলার নথিত থেকে জানা যায়, ২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুরে নিহত মিঠুর চাচাতো ভাই টিপু সুলতানের জুয়েলার্সে যান দণ্ডাদেশপ্রাপ্ত দুই ভাই। তখন স্বর্ণের দর নিয়ে টিপুর সঙ্গে আসামিদের তর্কবিতর্ক হয়। পরে জহিরুল ইসলাম মিঠু বিষয়টি মিটমাটের চেষ্টা করেন। তখন আসামিরা মিঠুকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। এরপর স্বজনরা মিঠুকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ১৬ সেপ্টেম্বর দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের নামে গোরীপুর থানায় মামলা করেন নিহত মিঠুর বাবা মোখলেছুর রহমান।

আইয়ুব আলী, ময়মনসিংহ