পুলিশ পরিচয়ে ‘তল্লাশি’র নামে কৃষকের টাকা লুট
নওগাঁর বদলগাছীতে পুলিশ পরিচয়ে তিন প্রতারক এক কৃষকের বাড়িতে ঢুকে ‘তল্লাশি’র নামে নগদ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার জাইজাতা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে তিন যুবক কৃষক হেলাল হোসেনের বাড়িতে যায়। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তারা মাদকবিরোধী অভিযানের কথা বলে বাড়িতে প্রবেশ করে।
পরে ঘরে তল্লাশি চালানোর সময় হেলালের শোবার ঘরের বালিশের নিচ থেকে নগদ ১৪ হাজার টাকা পায়।
এরপর ওই যুবকরা হেলালকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করে এবং তাকে আটক করার ভয় দেখিয়ে নগদ ১৪ হাজার টাকা নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
ভুক্তভোগী কৃষক হেলাল হোসেন বলেন, “তিনজনই যুবক, দুজনের হাতে হাতকড়া ছিল। তারা বলে, ‘বাড়িতে মাদক আছে, তল্লাশি করব।’ পরে বালিশের নিচ থেকে টাকা নিয়ে চলে যায়। ভয়ে কিছু বলতে পারিনি।”
হেলালের স্ত্রী নাছিমা বেগম বলেন, ‘তারা পুলিশের পোশাক পরা ছিল না। তবুও নিজেদের পুলিশ পরিচয় দেয়।
আমরা বিশ্বাস করেছিলাম। বাধা দিলে মারধর করে। ভয়ে কাউকে কিছু বলতে পারিনি।’
পরে হেলাল ও তার স্ত্রী বদলগাছী থানায় গিয়ে বিষয়টি জানান। সেখানে যোগাযোগের পর জানতে পারেন, থানার কোনো পুলিশ সদস্য ওই এলাকায় যায়নি। এরপর তারা কান্নায় ভেঙে পড়েন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভুয়া পুলিশ পরিচয়ে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।’
এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, প্রতারক চক্র এলাকায় সক্রিয় হয়ে উঠেছে।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)