পূর্ব বিরোধের জেরে যুবককে গলা কেটে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে সোহেল রানা (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের খরার মাঠে ওই ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। তিনি খেজুরগাছি হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বেলগাছি গ্রামের খরার মাঠে সোহেলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বাবা আসাবুল হক অভিযোগ করে বলেন, গ্রামের ফারুক ও হারুনের সঙ্গে সোহেলের বিরোধ ছিল। এরই জেরে তাদের মধ্যে মারামারি হয় এবং ফারুক তার ছেলেকে হত্যার হুমকি দেয়। আসাবুল হকের দাবি, এরই জের ধরে ফারুক তার ছেলেকে হত্যা করেছে। তিনি জানান, গতকাল (সোমবার) বিকেল থেকে সোহেল নিখোঁজ ছিল।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘সোহেল রানাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুব দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।’

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা