দিরাইয়ে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার ইলিয়াস মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শুক্রবার বিকেলে কুলঞ্জ গ্রামে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে একপর্যায়ে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পিন্টু দাস বলেন, সংঘর্ষে আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ১২ জন গুলিবিদ্ধ বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর ওই ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ