ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে। শনিবার (২৫ অক্টোবর) ফয়েজ আহমদ তৈয়্যব তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ ডাকের ডিজিটাল রূপান্তর, আধুনিক ঠিকানা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনসহ যে কোনো ধরনের মাইগ্রেশন জনিত ঠিকানা ব্যবস্থাপনা, ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা জোরদার করার ওপর গুরুত্ব তৈরিতে বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি বলেন, আইনটিকে সম্পূর্ণ নতুন রূপ দেওয়া হচ্ছে যা ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫’ নামে অভিহিত হবে এবং যা পূর্ববর্তী ‘পোস্ট অফিস অ্যাক্ট ১৮৯৮’ প্রতিস্থাপন করবে। আমরা মনে করি সংশোধনীসমূহের মধ্যে কয়েকটি যুগান্তকারী পরিবর্তন আসছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)