আনঅফিশিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত
আগামী ১৬ ডিসেম্বর থেকে জাতীয় পর্যায়ে চালু হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এই ব্যবস্থা কার্যকর হওয়ার আগে মজুদ ও পাইপলাইনে থাকা আনঅফিশিয়াল মোবাইল ফোন বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছেছে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলো।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে জানানো হয়- বিক্রেতারা মার্চ মাস পর্যন্ত আনঅফিশিয়াল মোবাইল ফোন বিক্রি করতে পারবেন। অর্থাৎ, মার্চের মধ্যে কেনা আনঅফিশিয়াল ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর-এ নিবন্ধিত হবে। মার্চের পরে আর কোনো আনঅফিশিয়াল ফোন বিক্রি বা নিবন্ধনের সুযোগ থাকবে না।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম সাংবাদিকদের জানান, সরকার বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
এদিকে বুধবার সন্ধ্যা ৬টার দিকে এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা।
আন্দোলন প্রসঙ্গে মো. আসলাম বলেন, ‘সবার সঙ্গে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হলে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।’
ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) ও মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে অংশ নেন এনবিআর প্রতিনিধি, বিটিআরসির কমিশনার মাহমুদ হোসেন এবং স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক।

এনটিভি অনলাইন ডেস্ক