‘লিভ রিয়েল ইন এভরি শট’ এর নিশ্চিতায় রিয়েলমির ‘এআই পার্টি ফোন’ ১৫ প্রো ফাইভজি
অপেক্ষার প্রহর শেষে, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এসেছে রিয়েলমির জনপ্রিয় নাম্বার সিরিজের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি ১৫ প্রো ফাইভজি। ১২ অক্টোবর উন্মোচিত হওয়া পারফরম্যান্স, ডিজাইন ও উদ্ভাবনী ফিচারের শক্তিশালী এই স্মার্টফোনটি শিক্ষার্থী, গেমার ও কন্টেন্ট ক্রিয়েটরদের মতো সৃজনশীল তরুণদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
প্রথম দেখাতেই রিয়েলমি ১৫ প্রো ফাইভজি’র প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি নজর কাড়ে। এর অ্যালুমিনিয়াম ফ্রেম ও কার্ভড ব্যাক ডিজাইন ডিভাইসটিকে যেমন স্টাইলিশ করেছে, তেমনি ব্যবহারেও দিয়েছে আরামদায়ক গ্রিপ। কনটেন্ট ক্রিয়েটর ও ফটোগ্রাফিপ্রেমিদের জন্য সর্বাধুনিক এই স্মার্টফোনে রয়েছে প্রাইমারি ক্যামেরায় সনি আইএমএক্স৮৯৬ লেন্স সহ ট্রিপল ৫০ মেগাপিক্সেল এআই রেয়ার ক্যামেরা সেটআপ। বন্ধুবান্ধবের সাথে গ্রুপ সেলফি থেকে শুরু করে ব্লগ রেকর্ডিংসহ কোনো মুহূর্তের ডিটেইল যেন বাদ না পড়ে, তা নিশ্চিত করবে ডিভাইসটির ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। এমনকি কম আলোতেও এর ক্যামেরা দারুণ পারফর্ম করে, ইনডোর ও নাইট শটে দেয় উজ্জ্বল ও ন্যাচারাল ছবি।
ডিভাইসটির এআই পার্টি মোড ও এআই এডিট জিনি ফিচার ছবি ও ভিডিও এডিট করাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলেছে; এর ভয়েস কমান্ড মাত্র কয়েক সেকেন্ডেই জীবনকে সৃজনশীল করে তুলতে সক্ষম। এছাড়াও, সিনেমাটিক মানের ভিডিও ধারণের জন্য রিয়েলমি ১৫ প্রো ফাইভজির ফ্রন্ট ও রেয়ার দুইটি ক্যামেরাতেই ৪কে ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ভিডিও সাপোর্ট ব্যবহার করা হয়েছে।
একইসাথে, গেমিং ও ভিডিও এডিটিং সহ ভারি ব্যবহারের ক্ষেত্রে সারাদিন ফোনের চার্জ নিশ্চিত করতে এতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর ৮০ ওয়াট সুপারভুক আলট্রা-ফাস্ট চার্জিং ফোনের চার্জ শেষ হয়ে গেলেও মাত্র কয়েক মিনিটে ফোনটিকে আবার পরবর্তী কয়েক ঘণ্টার জন্য প্রস্তুত করে তোলে। আমাদের কর্মব্যস্ত রুটিনে কাজ, গেমিং কিংবা কনটেন্ট ক্রিয়েশন সবক্ষেত্রেই রিয়েলমি ১৫ প্রো ফাইভজি আপনাকে বাকিদের চেয়ে এগিয়ে রাখবে।
পারফরম্যান্সের দিক থেকেও রিয়েলমি ১৫ প্রো ফাইভজি অনন্য ভূমিকা রাখবে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ও অ্যাড্রেনো জিপিইউ@১১৫০ মেগাহার্জ, যা ফোন ব্যবহারে ল্যাগ-ফ্রি ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দিবে। এর ২৫০০ হার্জ ইনস্ট্যানটেনিয়াস টাচ রেসপন্স ও জিটি বুস্ট প্রতিটি গেমে স্মুথ ও ধারাবাহিক হাই-ফ্রেম রেট নিশ্চিত করবে। একজন রিয়েলমি ব্যবহারকারী ও গেমার হিসেবে আমি ফোনটির ভিসি কুলিং সিস্টেমের তাপ নিয়ন্ত্রণ সক্ষমতা দেখে মুগ্ধ। এমনকি হেভি গেমিং সেশন বা একসাথে একাধিক অ্যাপ ব্যবহার করা হলেও, ডিভাইসটি ঠাণ্ডা থাকে, যা কোনোপ্রকার বাধা ছাড়াই নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে।
পানি ও ধুলোবালির প্রতিরোধসহ সুপার ডিউরেবিলিটি দিতে রিয়েলমি ১৫ প্রো ফাইভজিতে কর্নিং গরিলা গ্লাস, আর্মরশেল প্রোটেকশন ও আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এতে সত্যিকারের ভিজ্যুয়াল ট্রিট নিশ্চিত করতে ৬.৮ ইঞ্চির হাইপারগ্লো ৪ডি কার্ভ+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেখানে স্ক্রল, ট্যাপ বা সোয়াইপে আরও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিতে ব্যবহার করা হয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ২৮০০ x ১২৮০ রেজ্যুলুশন ও ৯৪% স্ক্রিন-টু-বডি রেশিও। অনবদ্য এই ডিসপ্লে ফটো এডিটিং, কনটেন্ট দেখা বা ভ্লগ তৈরি সবক্ষেত্রেই ব্যবহারকারীদের অন্যন্য অভিজ্ঞতা দিবে।
সবমিলিয়ে, রিয়েলমি ১৫ প্রো ফাইভজি আমার লাইফস্টাইলের সকলক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে। এর প্রিমিয়াম ডিজাইন ও ডিসপ্লে আলট্রা-স্মুথ ও অনন্য, গেমিং পারফরম্যান্স সবার চেয়ে এগিয়ে এবং ক্যামেরা সিস্টেম এআই-সক্ষম ও সবার চেয়ে আলাদা। এর ব্যাটারি লাইফ ও চার্জিং সক্ষমতা এটিকে সারাদিনের নির্ভরযোগ্য সঙ্গী করে তুলবে। বিশেষ করে, ক্রিয়েটিভ তরুণদের জন্য সৃজনশীলতা আরও বাড়াতে ভূমিকা রাখবে এটি। ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিন (লেদার ব্যাক) এই দুটি মনোমুগ্ধকর রঙে নিয়ে আসা এই ডিভাইসটি ব্যবহারকারীদের নান্দনিকতাকে আরও সমৃদ্ধ করবে।
বাংলাদেশের স্মার্টফোন বাজারে অনন্য এই ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯,৯৯৯ টাকা। প্রতিদিনের মুহূর্ত ধারণ করা হোক, হেভি গেমিং সেশন বা মাল্টিটাস্কিং, সবগুলো কাজ একসাথে নিখুঁতভাবে করতে সহায়তা করবে এটি। প্রয়োজন ও উদ্দীপনার অনন্য সমন্বয় এই রিয়েলমি ১৫ প্রো ফাইভজি সৃজনশীল ও প্রযুক্তিপ্রেমি ব্যবহারকারীদের জন্য এখনকার দিনের সবচেয়ে কাঙ্ক্ষিত স্মার্টফোনগুলোর একটি।

এনটিভি অনলাইন ডেস্ক