বিসিএস নিয়ে আলোচনা করতে পিএসসিতে যাচ্ছে এনসিপি
ফাইল ছবি
চলমান বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ক আলোচনা করতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-পিএসসিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) যাবেন তারা।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সদস্য মোহাম্মদ মিরাজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মিরাজ মিয়া বলেন, আজ চলমান বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ক আলোচনা করতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-পিএসসিতে এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি টিম যাবে। উক্ত টিমে থাকবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া।

নিজস্ব প্রতিবেদক