বেগম জিয়া নারী অধিকার ও ক্ষমতায়নের পথিকৃৎ : অধ্যাপক শহীদুল ইসলাম
বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নারী উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। নারী অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে তিনিই পথিকৃৎ বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।
আজ রোববার (২৬ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার মিরপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশে অধ্যাপক শহীদুল ইসলাম এ মন্তব্য করেন।
জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।
অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী সমাজের উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর শাসনামলেই মহিলাবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়। চাকরি ক্ষেত্রে নারীদের জন্য ১০ শতাংশ কোটা প্রবর্তন করেন তিনি। পাশাপাশি পুলিশসহ বিভিন্ন পেশায় নারীদের চাকরির সুযোগ তৈরি করেন। তাঁর শাসনামলে পোশাকশিল্পের প্রসার ঘটে, যা বাংলাদেশের লাখ লাখ নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করে।
বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নারী উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। নারী অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ উল্লেখ করে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, তার নেতৃত্বে নারীর উন্নয়ন শুধু আইনি ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং বাস্তবজীবনে নারীর শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি ও অর্থনীতিতে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে নারীরা আত্মনির্ভরশীল হয়ে জাতীয় উন্নয়নের মূলস্রোতে যুক্ত হতে শুরু করে।
শহিদুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে দলটির বর্তমান ও ভবিষ্যৎ নীতি তুলে ধরেছেন। তিনি নারী অধিকার ও মর্যাদা সুরক্ষায় বেশ কিছু অঙ্গীকার করেছেন। তার মধ্যে ফ্যামিলি কার্ড, এসএমই ঋণ, শিক্ষা ও প্রশিক্ষণ, রাজনীতি ও নীতি নির্ধারণ, মর্যাদা ও নিরাপত্তা এবং সামাজিক কল্যাণ। দলের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফায় তিনি নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর ব্যাপক জোর দিয়েছেন।
কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য বেগম সেলিনা শহীদ।
মিরপুর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সাজেদা রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি এমদাদুল হক এমদাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট খাইরুজ্জামান খাইরুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রানা প্রমুখ।
মিরপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে অন্তত ১০ হাজার নারী উপস্থিত ছিলেন।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া