বিএনপির সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
বিএনপির লোগো
বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন আহ্বান করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দলের সাংগঠনিক অবস্থাসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেবেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

নিজস্ব প্রতিবেদক