মেট্রোরেলে অসতর্কতার খেসারত সরকারকেই বহন করতে হবে : কিরণ
 
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ বলেছেন, মেট্রেরেলে সরকারের অসতর্কতার খেসারত সরকারকেই বহন করতে হবে।
আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কিরণ এ কথা বলেন।
কিরণ বলেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালামের মৃত্যু কেবল দুর্ঘটনা নয়, এটি নিম্নমানের কাজের ভয়াবহ পরিণতি। সরকারের অসর্তকতা, অব্যবস্থাপনার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মেট্রোরেলের নির্মাণকাজের সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান, কাজের গুণগত মান যাচাইসহ সংশ্লিষ্ট কেউ এই দায় এড়াতে পারে না। আমি মনে করি মেট্রোরেলে নিম্নমানে বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে। সেন্সর বসানো উচিত ছিল, যাতে যেকোনো সমস্যা মুহূর্তের মধ্যে শনাক্ত করা যায় এবং তা অভিজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে তত্ত্বাবধান করা হয়। কোনোটিই করা হয়নি। এটা সরকারের অসর্তকতা।
কিরণ আরও বলেন, কোনো ক্ষতিপূরণ দিয়েই আবুল কালাম আজাদকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তার পরও তার পরিবার ও দুই অবুঝ শিশুর কথা চিন্তা করে আমি মনে করি এই অপূরণীয় ক্ষতির জন্য ১০ কোটি টাকা ক্ষতি পূরণ দেওয়া উচিত। এ সময় তিনি আবুল কালাম আজাদের এতিম দুই শিশুর লেখাপড়া দায়িত্ব নেন এবং তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ রয়েল মাঝি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ, নিহত আবুল কালামের পরিবার, প্রতিবেশীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
                   আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
                                                  আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
               
 
 
 
