সরকারের ৩১ বিভাগের সঙ্গে ইসির বৈঠক আজ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রী পরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ৩১ বিভাগের সঙ্গে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জনসংযোগ শাখা এই তথ্য নিশ্চিত করেছে।
গত রোববার (২৬ অক্টোবর) সরকারের ৩১ মন্ত্রণালয় বা বিভাগকে চিঠি পাঠিয়েছে ইসি। ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় অন্য নির্বাচন কমিশনারেরা উপস্থিত থাকবেন।
জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে গত ২২ অক্টোবর সরকারের সাত বিভাগের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে ইসি। যেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেন যুগ্মসচিব রহিমা আক্তার, মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ছিলেন যুগ্মসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের যুগ্মসচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামীম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত জাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব বদরুল হাসান লিটন, আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম। এরও আগে গত ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।
সভায় নির্বাচন সংশ্লিষ্ট ২২টি বিষয় নিয়ে আলোচনা করা হবে।
বিষয়গুলো হলো-
১. ভোটকেন্দ্রের স্থাপনা ও ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা মেরামত এবং ভৌত অবকাঠামো সংস্কার;
২. ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত ও নির্বাচনি দায়িত্ব পালন;
৩. পার্বত্য/দুর্গম এলাকায় নির্বাচনি দ্রব্যাদি পরিবহন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটকেন্দ্রে পৌঁছানোসহ নির্বাচনকালীন নির্বাচন কমিশনের ব্যবহারের জন্য হেলিকপ্টারের সহায়তা প্রদান;
৪. নির্বাচনি প্রচার-প্রচারণা, জনসচেতনতা, উদ্বুদ্ধকরণ ইত্যাদি বিষয়ে প্রচারমাধ্যম কর্তৃক ব্যবস্থা গ্রহণ;
৫. পর্যবেক্ষক নিয়োগে সহায়তা প্রদান;
৬. ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রদান বিষয়ক কর্মপরিকল্পনা প্রস্তুত;
৭. নির্বাচন উপলক্ষে ব্যয় নির্বাহের জন্য বাজেট বরাদ্দ ও আনুষঙ্গিক কার্যক্রম;
৮. জনবল, যানবাহন ও লজিস্টিক সাপোর্ট;
৯. নির্বাচনে শান্তিশৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক ব্যবস্থা গ্রহণ;
১০. নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ;
১১. বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি পর্যালোচনা;
১২. দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত তথ্য পর্যালোচনা;
১৩. ভোটগ্রহণ ও নির্বাচনি বিভিন্ন কার্যক্রম উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা;
১৪. নির্বাচনের সময় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল টিম গঠন ও প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণ;
১৫. অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ;
১৬. নির্বাচনি এলাকায় বিদ্যমান নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণ;
১৭. নির্বাচনকালীন যানবাহন ও নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা;
১৮. পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা ও পোস্টাল ব্যালটে ভোটপ্রদানের বিষয়ে সহযোগিতা;
১৯. জেলখানায়/আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটপ্রদানের ব্যবস্থা;
২০. এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধের কৌশল নির্ধারণ;
২১. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুসহ সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ;
২২. বিবিধ

নিজস্ব প্রতিবেদক