৩১ দফা বাস্তবায়নে কমলগঞ্জে বিএনপির মতবিনিময় সভা
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের মাস্টার বাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারিছুর রহমান হারিছের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম কিবরিয়া শফি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল আহাদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মঈন ফারুক, কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী, মৌলভীবাজার জেলা তাঁতিদলের আহ্বায়ক আতাউর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা সংগ্রাম দলের আহ্বায়ক আব্দুল হক শায়েস্তা চৌধুরী, কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শফিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর এম এ সালাম, জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ, কমলগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমেদ, কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বি, কমলগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী ও কমলগঞ্জ উপজেলা ছাত্রদলনেতা ভূইয়া রাজন রেজা।
আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ শিক্ষার্থীকে কোরআন উপহার
সভা পরিচালনা করেন কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিশকাত হোসেন (শাহীন)।
আরও পড়ুন : ভোগান্তি কমাতে অনলাইন টিকিটিং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
এ সময় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় জনগণের অংশগ্রহণে সভাটি পরিণত হয় এক বিশাল জনসমাবেশে।

 
                   আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
                                                  আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
               
 
 
 
