পুলিশের ফোকাস এখন জাতীয় সংসদ নির্বাচন : ডিআইজি
‘পুলিশের ফোকাস এখন জাতীয় সংসদ নির্বাচন। আমরা সেই লক্ষেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী নির্বাচন কমিশনের নীতিমালা অনুসারে দায়িত্ব পালন সঠিকভাবে করতে পারব, সেই কনফিডেন্স পুলিশের মধ্যে রয়েছে’ বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান বালাঘাটা পুলিশ লাইন পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এ মন্তব্য করেন।
ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের প্রশিক্ষিত গড়ে তোলা হচ্ছে। সারা দেশে ১৫০টি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। বাস্তব সম্মত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা নির্বাচনে দায়িত্বশীল আচরণ করতে পারে।
বান্দরবান বালাঘাটা পুলিশ লাইনে পুলিশ প্রশাসনের অর্থায়নে নির্মিত পুলিশ বক্স, জিমনেসিয়াম, পুলিশ লাইন মেস সংস্কার ও আধুনিকায়ন, গ্যারেজসহ বিভিন্ন নির্মাণ কাজের উদ্বোধন করেন ডিআইজি।
ডিআইজি মো. আহসান হাবীব পলাশ আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম এমনিতেই স্পর্শকাতর অঞ্চল। এখানের সমস্যা দীর্ঘদিনের। পার্বত্যবাসীর প্রতি বিনীত অনুরোধ হুট করেই হুজুগী কোনো সিদ্ধান্ত দেখিয়ে রিয়েক্ট দেখাবেন না, যাতে পাহাড়ে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট হয়। পার্বত্য চট্টগ্রামে অনেক ভোটকেন্দ্রেই হেলিকপ্টারে পৌঁছাতে কেন্দ্রগুলোতে বিভিন্নভাবে যোগাযোগ বাড়ানোর কাজ চলছে। ভোটারদের শতভাগ ভোটকেন্দ্রে আনাটা কষ্টকর। তারপরও ভোটারদের উদ্বুদ্ধ করা হচ্ছে যে নিরাপদে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারবেন। নির্বাচন সংশ্লিষ্টদের মাধ্যমেও ভোটারদের মেসেজ দেওয়া হচ্ছে, এবার নির্যাতনে কোনো ঝামেলা করতে পারবে না, নির্বাচন কমিশন এবার অনেক কঠোর। তাই ঝামেলা করতে চেষ্টা করলে পার পাবে না কেউই।
ডিআইজি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, গুজব এগুলোই বর্তমানে বড় থ্রেট। পুরোনো ভিডিও ছবি আপলোড করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে—এগুলোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শুধু পাহাড় নয়, সমতলেও নির্বাচনকে সামনে রেখে নানাবিধ অপপ্রচার ছড়ানো হচ্ছে। এদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন, পুলিশ অপপ্রচার ও গুজবের বিষয়ে সতর্ক রয়েছে।
ডিআইজি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকেই পুলিশের মধ্যে মোটিভেশন কার্যক্রম চলছে। পুলিশের ভুল ত্রুটিগুলো কাটিয়ে উঠে জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারি। পুলিশের মধ্যে যারা অপরাধী তারা যেন শাস্তি পায় এবং বিনাদোষে যেন কেউ কষ্ট না পায় সেই লক্ষ্যেই কাজ করছি। পুলিশ সদস্যদের ন্যায়বিচার দেওয়ার চেষ্টা করছি, এতে পুলিশের মধ্যে আস্থা তৈরি হচ্ছে। পুলিশের সুযোগ সুবিধা এবং পদন্নোতি ও প্রশিক্ষণ বিষয়ে প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম হাসান, ট্যুরিস্ট পুলিশ সুপার হাসান ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান