পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ
ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক এড়াতে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে পুলিশ একাডেমিতে তাকে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন : ‘জামায়াত-বিএনপি সংস্কার নিয়ে একমত ছিল, এখন বিএনপিই সংশয় সৃষ্টি করছে’
পুলিশ সূত্রে জানা যায়, সাবেক পুলিশ সুপার ও বর্তমানে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা এই ডিআইজি এহসানুল্লাহর বিরুদ্ধে বরিশালে কর্মরত থাকাকালীন ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে আটক করার উদ্দেশে বুধবার সকালে ঢাকা থেকে পুলিশের একটি বিশেষ টিম পুলিশ একাডেমিতে পৌঁছায়। এ সময় ডিআইজি এহসানুল্লাহ একাডেমিতে কর্মরত থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে পালিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা থেকে পুলিশের একটি টিম তাকে আটক করতে আসছে- এই গোপন খবর পেয়েই ডিআইজি এহসানুল্লাহ মোটরসাইকেলযোগে একাডেমি থেকে দ্রুত পালিয়ে যান।
আরও পড়ুন : ভারত-যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি সই
ওই সূত্র আরও জানায়, একাডেমিতে কর্মরত পুলিশেরই কোনো কর্মকর্তা গোপনে ডিআইজি এহসানুল্লাহকে এই আটকের খবরটি জানিয়ে দেন। ডিআইজি এহসানুল্লাহর সন্ধানে পুলিশি তৎপরতা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিআইজি এহসানুল্লাহ বুধবার সকাল থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। তাকে খোঁজ করা হচ্ছে।

শ. ম সাজু, রাজশাহী