শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের চার্জশিট
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী (ডিজাইন) মো. জয়নাল আবেদীন এবং তার সহযোগী মো. মিন্টুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলাটি ২০২০ সালের ৪ অক্টোবর কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ উপপরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) শাহীন আরা মমতাজ দায়ের করেন। মামলাটির তদন্ত করেন দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন।
তদন্তে জানা গেছে, সরকারি কর্মকর্তা হিসেবে মো. জয়নাল আবেদীন ক্ষমতার অপব্যবহার করে তার বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক উৎসের অর্থ লেনদেন করেছেন। তার বেতন-ভাতার তুলনায় অস্বাভাবিক অঙ্কের মোট দুই কোটি পাঁচ লাখ ১৫ হাজার ৪০২ টাকার অর্থ লেনদেন করেন তিনি, যা জ্ঞাত আয়বহির্ভূত এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত বলে দুদক তদন্তে প্রমাণিত হয়েছে।
তদন্তে আরও জানা গেছে, আসামি জয়নাল আবেদীন ও সহযোগী মো. মিন্টুর প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় মোট এক কোটি এক লাখ ৬৬ হাজার ৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তারা এই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে এর অবৈধ প্রকৃতি ও উৎস গোপনের চেষ্টা করেন।
অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিল করেছে কমিশন।

নিজস্ব প্রতিবেদক