কমলগঞ্জ প্রেসক্লাবের নতুন সভাপতি শাওন, সম্পাদক আলম
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কমলগঞ্জের উপসহকারী প্রকৌশলী সুজন আহাম্মেদ।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি আসহাবুজ্জামান শাওন (দোয়াত-কলম প্রতীক) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাব প্রতিনিধি এম এ ওয়াহিদ রুলু (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৮ ভোট। সহসভাপতি পদে দ্য বাংলাদেশ টুডে প্রতিনিধি পিন্টু দেবনাথ (বাইসাইকেল প্রতীক) ১৮ ভোট এবং বিশ্ব মানচিত্র প্রতিনিধি আব্দুল মুক্তাদির (ছাতা প্রতীক) ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক বাংলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভ (বালতি প্রতীক), যিনি পেয়েছেন ১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আহমেদুজ্জামান আলম (চেয়ার প্রতীক) ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সংগ্রামের প্রতিনিধি আব্দুল হাই ইদ্রিছি (আনারস প্রতীক) পেয়েছেন ৪ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক দিনকাল ও এনটিভির প্রতিনিধি আহাদ মিয়া (তালা প্রতীক) ১৯ ভোট পেয়ে প্রথম এবং দৈনিক সবুজ বাংলার প্রতিনিধি পারভেজ আহমেদ (চশমা প্রতীক) ১৬ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য এশিয়ান এইজের প্রতিনিধি মোনায়েম খাঁন (মই প্রতীক) পেয়েছেন ১০ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি আলমগীর হোসেন (মাইক প্রতীক) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক কালবেলার প্রতিনিধি রাজু দত্ত (টেবিল প্রতীক) পেয়েছেন ৭ ভোট।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—প্রণীত রঞ্জন দেবনাথ (দৈনিক সমকাল), বিশ্বজিৎ রায় (দৈনিক জনতা),
মোস্তাফিজুর রহমান (দৈনিক কালের কণ্ঠ), সাব্বির এলাহী (দৈনিক আমাদের সময়)।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন—অর্থ ও দপ্তর সম্পাদক পদে: দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে: দৈনিক ঘোষণা প্রতিনিধি কামরুজ্জামান।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)