‘নৌকা’ উপহার পেয়ে যা বললেন উপদেষ্টা ফাওজুল কবির
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকার প্রতিকৃতি উপহার দিয়েছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দলীয় প্রতীকের উপহার উপদেষ্টা ফাওজুল কবির গ্রহণ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
এই আলোচনায় এবার যোগ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবিরও। আজ রোববার (২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে নৌকা প্রতীকের উপহারটি কী করবেন, এ ব্যাপারে সবার পরামর্শ চান তিনি।
ফেসবুক পোস্টে উপদেষ্টা ফাওজুল কবির লেখেন, ‘গত (১ নভেম্বর) সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসাবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নেই।’
ফাওজুল কবির আরও লেখেন, ‘এখন আমি ১. এটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতাপ্রসূত হবে; ২. সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; ৩. শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা নিজে রেখে দিতে পারি। পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব।’

এনটিভি অনলাইন ডেস্ক