ফেনী থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।
ঘোষিত তালিকায় ফেনীর তিনটি আসন রয়েছে। যেখানে ফেনী-১ আসনে (পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা) থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া তিনি দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকেও লড়বেন।
ফেনী-২ আসন অর্থাৎ ফেনী সদর উপজেলার আসন থেকে লড়বেন জয়নাল আবেদীন এবং ফেনী-৩ আসন থেকে (সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা) লড়বেন আব্দুল আওয়াল মিন্টু।

                  
                                                  নিজস্ব প্রতিবেদক