কুমিল্লায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
কুমিল্লায় ১১টি আসনের মধ্যে ৯টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। কুমিল্লা-১ (দাউদকান্দি মেঘনা) আসনে খন্দকার মোশারফ হোসেন, কুমিল্লা- (হোমনা তিতাস) আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নমিনেশন পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ মনজুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ জসীমউদ্দীন, কুমিল্লা-৬ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ প্রার্থী চূড়ান্ত হয়নি, কুমিল্লা-৮ জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ আবুল কালাম, কুমিল্লা-১০ আব্দুল গফুর ভুঁইয়া, কুমিল্লা-১১ কামরুল হুদা।

মাহফুজ নান্টু, কুমিল্লা