ছুটির দিনেও রাজধানীর বেশকিছু এলাকার বাতাস অস্বাস্থ্যকর
বিশ্বের দূষিত প্রধান শহরগুলির তালিকায় আজ রাজধানী ঢাকা ১২তম স্থানে রয়েছে। এছাড়া ঢাকার ভেতরের বিভিন্ন এলাকার বাতাসের মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের মান সূচক রয়েছে ১৪৯, যা এই ক্যাটাগরিতে ‘অরেঞ্জ’ বা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
ঢাকার সবচেয়ে দূষিত এলাকাগুলো
একিউআইয়ের পর্যবেক্ষণকারী স্টেশনগুলির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজধানীর ভেতরে কয়েকটি এলাকার বাতাসের মান ‘রেড’ অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। এই মাত্রা সকলের জন্যই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
মহাখালী আইসিডিডিআরবি এলাকায় বাতাসের স্কোর রয়েছে ১৬৫, যা সবচেয়ে দূষিত। এছাড়া দক্ষিণ পল্লবী এলাকার স্কোর ১৬০, গোরান এলাকায় ১৫৬ ও ইস্টার্ন হাউজিং এলাকায় ১৫৫। এই চারটি এলাকাই বর্তমানে ১৫১ থেকে ২০০ এর মধ্যে অবস্থান করছে, যা ‘রেড জোন’ বা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত।
এছাড়া রাজধানীর মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, কল্যাণপুর, পুরান ঢাকার বেচারাম দেউড়ি ও গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের মতো অন্যান্য এলাকাগুলোতেও বাতাসের মান যথাক্রমে ১৪৯, ১৪৪, ১২৭ ও ১২৭ রয়েছে, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
বিশেষজ্ঞরা বলছেন, একিউআইয়ের এই মাত্রা নির্দেশ করে ঢাকার বেশিরভাগ এলাকায় বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের এই সময়ে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে বৈশ্বিক দূষিত শহরের তালিকায় ঢাকার ওপরে থাকা অন্যান্য প্রধান শহরগুলির মধ্যে রয়েছে ভারতের দিল্লি (৪৪৩), পাকিস্তানের লাহোর (৩০৮), ভারতের কলকাতা (২৩২), ও কুয়েত সিটি (১৮৬)।

এনটিভি অনলাইন ডেস্ক