বিএনপি সব ধর্মের সম-অধিকার নিয়ে রাজনীতি করে : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি শুধু মুসলমানদের দল নয়, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল; যা সব ধর্মের সম-অধিকার নিয়ে রাজনীতি করে। সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকারকে ভিত্তি ধরে বিএনপি সবার সঙ্গে সম্পর্ক গড়তে চায়।
আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে মতুয়া সম্প্রদায়ের এক প্রতিনিধি সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মুসলমানদের দল তো বিএনপি না। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সব ধর্মের সম অধিকার নিয়ে দল। নো সংখ্যালঘু, নো সংখ্যাগুরু—সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার... সেটাকে ভিত্তি ধরে আমরা আত্মীয়তা করতে চাই।’
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান কমপক্ষে ১০টা হিন্দু সমাবেশ করেছেন... এটা আমি নিজে ছিলাম, ওনার সঙ্গে ঘুরেছি, দেখছি, ভালো আগ্রহ দেখেছি। কিন্তু কেন জানি কিছুক্ষণ পর আগ্রহের মাত্রা কমে যায়। সেটা কী আমাদের দোষ না আপনাদের অনাগ্রহ কেন হয়, সেটা আমরা বুঝতে পারি না।’
গয়েশ্বর হিন্দু ধর্মের ভেদাভেদ নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করে বলেন, ‘সেজন্য আমি বলব আপনারা হিন্দু ধর্মের এই যে জাত মানে উত্তম, মধ্যম, অধম... একে আই হেট ইট। মানুষ জন্মের জন্য দায়ী না, মানুষ কর্মের জন্য দায়ী। ভগবানের সৃষ্টি কোনো মানুষ ছোট না, বড়ও না, মধ্যও না। অথবা যাদেরকে আপনারা নিকৃষ্ট মনে করেন, তারা ভগবানের মূল আদর্শটা জানে না।’

নিজস্ব প্রতিবেদক