৫০ শতাংশ সেনাসদস্য মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের মধ্যে একটা কনফিউশন আছে, ভাবতেছেন যে সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে। আমরা ৫০ শতাংশ সেনাসদস্য মাঠ থেকে সরিয়ে নিচ্ছি না। সেনাসদস্যরা আগে যেমন ছিল এখনও তেমনই থাকবে।
আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো ধরনের আশঙ্কা নাই। লকডাউন বা যে যাই ডাকুক না কেন, কোনো ধরনের শঙ্কা নাই।

নিজস্ব প্রতিবেদক