ময়মনসিংহে বাসে আগুন, চালক নিহত
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে বাসটির চালক জুলহাসের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত চালক জুলহাস ফুলাবাড়িয়ার কৈয়ের চালা গ্রামের সাজু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান।
আরও পড়ুন : রাজধানীতে ৩ বাসে আগুন
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিনগত রাতে ঢাকা থেকে আসা আলম এশিয়া পরিবহণের বাসটি বরাবরের মতো ফুলাবাড়িয়ার ভালুকজান এলাকায় রেখে এর ভেতরে ঘুমাচ্ছিলেন চালক জুলহাস। রাত সোয়া তিনটার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। এতে বাসটি পুড়ে যায় এবং এর ভেতরে থাকা ঘুমন্ত চালক জুলহাসের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফুলাবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : মানিকগঞ্জে স্কুলবাসে আগুন
ওসি রুকনুজ্জামান বলেন, এটা স্পষ্টত নাশকতা। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনব। বাসের চালক জুলহাস পুড়ে মারা গেছে। পুলিশ পুড়ে যাওয়া বাসটি আলামত হিসেবে থানায় এনেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজি আখতারুল আলম ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ