জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না : মামুনল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। রাজধানীর পল্টন ময়দানে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীসহ ৮ দলের সমাবেশে তিনি এই কথা বলেন।
মামুনুল হক বলেন, আগামী ১৩ তারিখ জুলাই সনদের গণভোট কেন্দ্র করে সরকারের দিকে তাকিয়ে আছি। সরকার যদি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, তবে সরকার যে ভাষা বুঝবে আমরা সে ভাষায় কথা বলব।
মামুনুল হক আরও বলেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত।এক ভাগ ৭২ এর বাকশালপন্থি, আরেক দল জুলাইপন্থি। ৭২ এর পরাজিত বাকশালপন্থিরা আগামী ১৩ তারিখ লকডাউন ঘোষণা করেছে। সেদিন বাকশালপন্থিদের আমরা কাউকে রাস্তায় নামতে দিব না। কেউ যদি নামে তাদের আমরা রাজপথে প্রতিহত করব।
মামুনুল হক বলেন, জুলাই সনদ আমরা কাগজে দেখতে চাই না। জুলাই সনদ আগামী বাংলাদেশে রূপ রেখা হিসেবে দেখতে চাই। আমরা জুলাই বাস্তবায়ন দেখতে চাই। আগামী নির্বাচনের আগে আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। এর ব্যত্যয় হলে জুলাই সনদ জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে বাস্তবায়ন না হলে জুলাই বিপ্লবীরা প্রতিহত করবে।
মামুনুল হক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এক দল জুলাই সনদ বাস্তবায়ন না করে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে। আমরা রক্ত দিয়েছি ৭১ এ, আমরা রক্ত দিয়েছি ২০১৩, আমরা রক্ত দিয়েছে ২০১৫ তে, আমরা রক্ত দিয়েছে ২০২৪ এ। আমাদের মুখোমুখি হবেন না।

নিজস্ব প্রতিবেদক