আপনাদের জন্য বঙ্গোপসাগর অপেক্ষা করছে : মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই) বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতা প্রেমিক। এখন নব্য যারা ফ্যাসিস্ট হতে চাইছেন, গণভোট ছাড়া নির্বাচন চান তাদের বলতে চাই, আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে বঙ্গোপসাগর।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? জুলাই সনদ হলো সে নির্বাচনের আইনের ভিত্তি। জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়েই জাতীয় নির্বাচন হবে।
অনুষ্ঠানের সভাপতি রেজাউল করিম বলেন, এনসিপি চায় আগে গণভোট তারপর জাতীয় নির্বাচন। জামায়াতও চায় আগে গণভোট তারপর জাতীয় নির্বাচন। বিএনপি চায় একই দিন গণভোট ও জাতীয় নির্বাচন। বিএনপির উদ্দেশ্য ভালো না, জনগণ তা বুঝে গেছে।
রেজাউল করিম আরও বলেন, আমাদের এই দাবিগুলো মেনে না নিলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো। সরকারকে বলব জনগণের ভাষা বুঝতে।
এর আগে দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। সমাবেশে উপস্থাপনা করছেন আট দলের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
গত ৭ নভেম্বর এই দলগুলো প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়। কিন্তু সরকারের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় তারা আজকের (মঙ্গলবার) সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দলগুলোর প্রধান দাবিগুলো হলো—জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা ও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশে অংশগ্রহণকারী দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

নিজস্ব প্রতিবেদক