শরীয়তপুরে রিভলবারসহ গ্রেপ্তার ২
শরীয়তপুর সদরে রিভলবারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারেরা হলেন-উজ্জ্বল খান (৩৫) ও সুমন হাওলাদার (৪১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ১টা ২০ মিনিটের সময় শরীয়তপুর পৌরসভার পূর্ব কাশাভোগ এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে সোমবার দিনগত রাতে পৌরসভার পূর্ব কাশাভোগ এলাকার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পিছনের পাকা রাস্তায় একটি যৌথ চেকপোস্ট পরিচালিত হয়। চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলসহ দুজনকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় মোটরসাইকেলে থাকা উজ্জ্বল খানের প্যান্টের কোমর থেকে একটি ৩২ বোর রিভলবার (৬ চেম্বার বিশিষ্ট) উদ্ধার করা হয়। এ সময় রিভলবারসহ যুবক উজ্জ্বল ও সুমনকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সোমবার রাতে চেকপোস্টে রিভলবারসহ উজ্জ্বল ও সুমনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ সকালে একটি মামলা হয়েছে। পরে আসামিদের শরীয়তপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর