আশুলিয়ায় বাসে আগুন
সাভারের আশুলিয়ায় আলিফ পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাইপাইল-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী বাসটি সড়কের পাশে পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ করেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি পুড়ে যায়।
আরও পড়ুন : রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন
ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
আরও পড়ুন : ধানমণ্ডিতে বাসে আগুন
বাসের চালক আব্দুস সাত্তার জানান, কিছুদিন ধরে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় নিরাপত্তার কারণে তিনি বাসেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ উত্তাপ টের পেয়ে তিনি দ্রুত উঠে দেখেন মোটরসাইকেলে করে আসা দুই যুবক পালিয়ে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, কিছুদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। সম্প্রতি তাদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে জড়ো হয়েছে। ঝটিকা মিছিলের আয়োজন করছে। ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
আরও পড়ুন : রাজধানীতে দুই বাসে আগুন
ওসি আরও বলেন, জড়িতদের দ্রুত খুঁজে বের করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এছাড়া আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাহিদুর রহমান