কারাগারে মেয়ের ব্যাগ ও মামলা নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ফেসবুক প্রোফাইলে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে দেওয়া স্ট্যাটাসে দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজের কারাবাস এবং দলের লাখ লাখ নেতাকর্মীর মিথ্যা মামলায় হয়রানির অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। এ সময় এক বন্দী কর্মীর তৈরি একটি ব্যাগ মেয়ের হাতে তুলে দেওয়ার স্মৃতিও বর্ণনা করেছেন তিনি।
কারাবন্দি জীবন ও মিথ্যা মামলার অভিযোগ
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল উল্লেখ করেন, ‘আমার মেয়ে যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ঢাকা জেলে, এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম! ব্যাগটা জেলের ভেতরে এক বন্দী বানিয়েছিল! তার কাছ থেকে কিনেছিলাম! জানিনা, কাউকে কল্পনায় রেখে সে বানিয়েছিল কিনা এই ব্যাগটা!’ তিনি বিগত পনেরো বছরে দলের লাখ লাখ কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তোলেন।
আরও পড়ুন : কোনো বাধাই নির্বাচন বানচাল করতে পারবে না : আমান
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বিএনপি মহাসচিব লেখেন, “আমার নিজের জেলার হাজার ছেলের পুরো জীবন শেষ হয়ে গেছে! আমি নিজে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের এর করা ১১০ এর বেশি মামলার আসামি ছিলাম। ময়লার গাড়ি পোড়ানো থেকে শুরু করে হত্যা মামলা! সব মিথ্যা মামলা! আড়াই বছরের বেশি জেলে ছিলাম! কোর্টে কোর্টে আমার অসুস্থ স্ত্রী দৌড়ে গেছে! আসিফ নজরুল একবার পত্রিকায় লিখেছিলেন একটি কলাম ‘রাষ্ট্র বনাম মির্জা ফখরুল’! জেলে মাটিতেও শুতে হয়েছিল!”
আরও পড়ুন : ধানের শীষ এই দেশের মানুষের মুক্তির প্রতীক : আফরোজা খানম
রাজনৈতিক হয়রানি ও ভবিষ্যৎ কর্মপন্থা
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্টের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করলে মুক্তি মিলবে বলা হয়েছিল। কিন্তু তাতে অংশগ্রহণ করেননি এবং তাঁর সাতবার জামিন আবেদন বাতিল হয়েছিল। তিনি জেলে থাকা নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে লেখেন, ‘আমি জেলে দেখেছি আমাদের ছেলেদের উপর কী অত্যাচার হয়েছে! সারা শরীর জুড়ে অত্যাচারের দাগ! এদের অনেকের সারা জীবন, ভবিষ্যৎ শেষ হয়ে গেছে জেলে! পড়াশুনা হয়নি, সংসার হয়নি! এদের পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে! যারা মাঠের রাজনীতি করে না, তারা কোনো দিন জানবে না এদের স্ট্রাগল! কথা নিয়ে অনেক রাজনীতি করা যায়, ফ্যাসিজম এর সামনে দাঁড়িয়ে জেলে যেতে পারে না সবাই!’
ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি রাজনৈতিক নেতা ও কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের করা প্রতিটি মিথ্যা এবং হয়রানি মূলক মামলা প্রত্যাহার করতে হবে! আমরা প্রতিশোধে বিশ্বাসী নই! আমরা প্রকৃত অন্যায়কারীর বিরুদ্ধেই মামলা করব এবং শাস্তি নিশ্চিত করব। কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করার নাম রাজনীতি না। আমরা ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে!’

নিজস্ব প্রতিবেদক