গণভোট নিয়ে তালবাহানা নয়, এ মাসেই গণভোট চাই : এটিএম আজহার
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকারকে বলব গণভোট নিয়ে তালবাহানা করবেন না। আমরা এ মাসের মধ্যে গণভোট চাই। আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, আগামী নির্বাচন শুধু ক্ষমতার পট পরিবর্তন নয়। আমরা চাই না আবার স্বৈরশাসক কায়েম হোক, দুর্নীতি ফিরে আসুক। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন করে ফিরে পাওয়া এই দেশে আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই, আইনি ভিত্তি চাই। যারা গণভোট চায় না, জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তাদের মনে দুরভিসন্ধি, 'ডাল মে কুচ কালা হ্যা'।
আজহারুল বলেন, ৫৪ বছরে ভারত বন্ধুত্বের পরিচয় দেয়নি। যারা বলত স্বাধীনতার পক্ষের, তারা আজ ভারতে আশ্রয় নিয়েছে। আমরা পালাইনি, পালানোতে বিশ্বাস করি না। আমরা ফাঁসির মঞ্চকে আলিঙ্গন করেছি।
জামায়াতের এই নেতা বলেন, যারা এখন বিদেশে বসে দলের কলকাঠি নাড়তে চান, তাদের বলব দেশে এসে রাজনীতি করুন। বিদেশে বসে কলকাঠি নাড়লে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। যারা দলের মধ্যে শৃঙ্খলা ধরে রাখতে পারে না, তারা দেশের মধ্যে কীভাবে শৃঙ্খলা ধরে রাখবে।
আরও পড়ুন : যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি, জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি
আজহার আরও বলেন, আমরা চাই ইসলামের পক্ষের সব ভোট একই বাক্সে হোক। সেই প্রক্রিয়াও এগিয়েছে অনেক। এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে ইসলামের পক্ষে ভোট দেওয়ার বিকল্প নেই।
আজহার ফেনীর মানুষকে উদ্দেশ্য করে বলেন, আপনারা একটি বার ভোট দিয়ে পরীক্ষা করে দেখুন আমরা দেশ চালাতে পারি কিনা।
সমাবেশে বিশেষ মেহমান ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞাঁ। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াত আমির মুফতি আব্দুল হান্নান। এ সময় আরও বক্তব্য দেন ফেনী-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক এবং অ্যাডভোকেট এ এস এম কামাল উদ্দিন।

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)