পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ, আটক ২
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা হাইওয়ে সড়কের দক্ষিণ প্রান্তে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টা পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন : কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউন, রাজধানীতে যান চলাচল স্বাভাবিক
সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, ‘লকডাউন কর্মসূচিকে’ কেন্দ্র করে সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় তারা অবস্থান নিয়ে মিছিল করেন।
সকাল ৭টার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয় এবং আন্দোলনকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
আরও পড়ুন : শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ধার্য হবে আজ
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ‘সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। ঘটনাস্থল থেকে দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দুইজন আন্দোলনকারী।’

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর